ময়মনসিংহে ফিজিওথেরাপি শিক্ষার্থীদের নিয়ে ইনসেপ্টার টিকাদান ও সচেতনতা প্রোগ্রাম

Dailyreporttm_20260115_142212_0000

হেপাটাইটিস বি ভাইরাস টিকাদানে জনসচেতনতা মুলক মতবিনিময় সভা ময়মনসিংহ কলেজ অব ফিজিওথ্যারাপি এন্ড হেলথ সায়েন্সেস ক্যাম্পাস হলরুমে দেশের স্বনামধন্য ঔষধ কোম্পানি ইনসেপ্টাা ফার্মাসিউটিকালস লি. এর ভ্যাকসিন ডিভিশন কর্তৃক হেপাটাইটিস-বি এবং জরায়ু ক্যান্সার বিষয়ক জনসচেতনতা প্রোগ্রাম এবং টিকাদান কর্মসূচি আয়োজন করা হয়। জনসচেতনতায় বক্তব্য রাকেন ইনসেপ্টা কম্পানীর এরিয়া ম্যানেজার খোকন কুমার পাল। সহকারী অধ্যাপক ডা. এম এ কে জাহিদ, কোঅর্ডিনেটর, এমসিপিএইচএস সভাপতিত্বে ও ইনসেপ্টা কম্পানীর মেডিকেল অফিসার ভ্যাকসিন জুয়েল আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ডা: আশিক আহমেদ হৃদয়,ডা: মাইশা ফারজানা চৌধুরী প্রমুখ। মতবিনিময় সভায় কলেজের ৪র্থ ব্যাচের সকল বিভাগের ছাত্র-ছাত্রী, শিক্ষকমন্ডলী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা 

           হেপাটাইটিস বি ভাইরাস টিকাদানের গুরুত্ব তুলে ধরেন। 


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com