Dailyreport Live
Dailyreport Live
Wednesday, 14 Jan 2026 18:00 pm
Dailyreport Live

Dailyreport Live

হেপাটাইটিস বি ভাইরাস টিকাদানে জনসচেতনতা মুলক মতবিনিময় সভা ময়মনসিংহ কলেজ অব ফিজিওথ্যারাপি এন্ড হেলথ সায়েন্সেস ক্যাম্পাস হলরুমে দেশের স্বনামধন্য ঔষধ কোম্পানি ইনসেপ্টাা ফার্মাসিউটিকালস লি. এর ভ্যাকসিন ডিভিশন কর্তৃক হেপাটাইটিস-বি এবং জরায়ু ক্যান্সার বিষয়ক জনসচেতনতা প্রোগ্রাম এবং টিকাদান কর্মসূচি আয়োজন করা হয়। জনসচেতনতায় বক্তব্য রাকেন ইনসেপ্টা কম্পানীর এরিয়া ম্যানেজার খোকন কুমার পাল। সহকারী অধ্যাপক ডা. এম এ কে জাহিদ, কোঅর্ডিনেটর, এমসিপিএইচএস সভাপতিত্বে ও ইনসেপ্টা কম্পানীর মেডিকেল অফিসার ভ্যাকসিন জুয়েল আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ডা: আশিক আহমেদ হৃদয়,ডা: মাইশা ফারজানা চৌধুরী প্রমুখ। মতবিনিময় সভায় কলেজের ৪র্থ ব্যাচের সকল বিভাগের ছাত্র-ছাত্রী, শিক্ষকমন্ডলী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা 

           হেপাটাইটিস বি ভাইরাস টিকাদানের গুরুত্ব তুলে ধরেন। 

Your application license has expired!
Contact bdtask.com