- রিপোর্টারঃ desk report
- প্রকাশ: রবিবার, ১৪ ডিসেম্বর , ২০২৫
মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্মমভাবে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়।
রবিবার (১৪ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আসমা উল হুসনার সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিআরডিবি কর্মকর্তা সোয়াইব আজমির সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কমকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মকবুল হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান মো: রেজাউল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নওশেদ আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রাকিবুর রহমান, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি।
এসময়স্থা নীয় প্রশাসনের কর্মকর্তা এবং সাংবাদিকসহ সর্বস্তরের জনগণ এই আয়োজনে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা, ১৪ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে অন্যতম স্মরণীয় দিন। স্বাধীনতা যুদ্ধের বিজয়ের একেবারে শেষ মুহুর্তে পাকিস্তান হানাদার বাহিনী এবং তাদের দোসররা এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। আজকে আমরা এই দিনে তাদেরকে স্মরণ করছি। তাদের আত্মত্যাগ ছিল একটি স্বাধীন, স্বনির্ভর এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশায়। তারা জাতির জন্যে যে কল্যাণ করেছেন, যতটুকু কাজ করেছেন, সেই কাজটুকু আল্লাহ যেন কবুল করেন।

