ত্রিশালে করিম-বানু ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

IMG-20260108-WA0002

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

‘মানবতার পাশে-মানুষের কল্যাণে’ শ্লোগান কে ধারণ করে করিম-বানু ফাউন্ডেশনের আয়োজনে ময়মনসিংহের ত্রিশালে অসহায়, দরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ত্রিশাল প্রেস ক্লাবের সামনে শীতবস্ত্র বিতরণী কার্যক্রমের উদ্ধোধন করেন ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব।

অসহায়, দরিদ্র ও শীতার্তরা করিম-বানু ফাউন্ডেশনের শীতবস্ত্র কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। সুবিধাভোগীরা এমন শীতের মাঝে শীতবস্ত্র পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং যারা এর ব্যবস্থা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আবেগ-আপ্লুত প্রতিবন্ধী জুবেদা খাতুন বললেন, এই শীতের মাঝে কম্বল ও বিরিয়ানির প্যাকেট পেয়ে অনেক উপকৃত হয়েছি। যাদের আয়োজনে এই জিনিসিগুলো পেলাম তাদের জন্য দোয়া রইল।

প্রতিবন্ধী পরিবারের নাসিমা বেগম বলেন, আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। যারা আমাদের জন্য এমন আয়োজন করে কম্বল ও খাবার দিয়েছেন। শীতে অনেক কষ্ট করছিলাম, এখন কষ্ট অনেকটা কমে যাবে আলহামদুলিল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, ত্রিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সদস্য ফয়জুর রহমান ফরহাদ, সহযোগী সদস্য এস এম মাসুদ রানা, রাকিবুল হাসান সুমন প্রমূখ।


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com