ডা. আমিরুলের পদোন্নতিতে সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ

Dailyreporttm_20251225_170602_0000

মোঃ মুরাদ মিয়া শেরপুর জেলা প্রতিনিধি

শেরপুরে ডা.আমিরুলের সহকারী অধ্যাপক (মেডিসিন ও বক্ষব্যাধি) পদে পদোন্নতি উপলক্ষে লতারিয়া কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

আজ ২৫ ডিসেম্বর সকাল ১১টায় লতারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 লতারিয়া কল্যাণ ট্রাস্টের সভাপতি প্রভাষক মুহাম্মদ আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ,মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা.মোঃ আমিরুল ইসলাম ,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,৬নং লতারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুর রশিদ ,প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরশেরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলী ৷

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , কড়ইতলা ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা সুরুজ্জামান , ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বর নুরুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ,নিউ মডার্ন পাবলিক স্কুলের সহকারি প্রধান শিক্ষক তৈয়বুর রহমান,আত তাকওয়া ফাউন্ডেশন পরিচালক আব্দুল্লাহ অনিক,আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রতন,ব্যবসায়ী আরিফুল ইসলাম রিপন, সূচনা ক্লাবের সভাপতি রাসেল হাসান ,সাংগঠনিক সম্পাদক শাহীন আলমসহ প্রমুখ ৷

বক্তারা ডা. আমিরুলের পেশাগত দক্ষতা, সততা ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাঁর পদোন্নতিকে যোগ্যতার স্বীকৃতি বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে দেড় শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় বক্তারা সমাজের বিত্তবানদের মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

সংবর্ধিত অতিথি ডা. আমিরুল তাঁর বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মানুষের সেবাই তাঁর মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবেন।

সাংবাদিক মুরাদ মিয়া'র সঞ্চালনায়,অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com