- রিপোর্টারঃ desk report
- প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি , ২০২৬
লালমনিরহাট প্রতিনিধি
শীত যেন কোনোভাবেই কমছে না উত্তরের জেলা লালমনিরহাট দিন যতই যাচ্ছে, ততই বাড়ছে এ জেলায় শীতের তীব্রতা। তাপমাত্রার পারদ উঠানামা করছে ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, শুক্রবার (৯জানুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ডিগ্রি সেলসিয়াস।কয়েক দিন ধরে এ জেলার ওপর দিয়ে বয়ে গেছে মৃদু শৈত্যপ্রবাহ। গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও কমেনি শীতের প্রকোপ। ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে চারপাশ। সকাল ৯টা পেরিয়ে গেলেও এখনো দেখা মেলেনি সূর্যের। ছোট থেকে মাঝারি যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।
আদীতমারী মহিষখোচা এলাকার কৃষক সুমন মিয়া বলেন, শীতের কারণে মাঠে ঠিকমতো কাজ করা যাচ্ছে না। সন্ধ্যার পর কনকনে শীত পড়ায় বাড়ি থেকেও বের হওয়া যায় না। শীতের মধ্যে কাজ করতে খুব কষ্ট হচ্ছে।
কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানায়, আজ জেলায় সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আকাশে মেঘ থাকায় দিনে সহজে সূর্যের দেখা মিলছে না, যার কারণে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে।

