- রিপোর্টারঃ desk report
- প্রকাশ: শুক্রবার, ০৯ জানুয়ারি , ২০২৬
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) বিকেলে ফুলবাড়িয়া কলেজের শহীদ সাগর অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করে উপজেলা, পৌর এবং বিভিন্ন কলেজ ছাত্রদল। এতে উপজেলা, পৌর এবং বিভিন্ন কলেজ ছাত্রদলের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশ নেয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন এবং কর্মশালা পরিচালনা করেন সদস্য সচিব আলামিন সাদাত।
অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবয়ার সন্তান মশিউর রহমান মামুন। এসময় প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ নির্বাচনে ফুলবাড়িয়া আসনে দলটির মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুক বিএনপি চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে আগামী নির্বাচনে সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রধান প্রশিক্ষকের বক্তব্যে মশিউর রহমান মামুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের আলোকে ছাত্রদল নেতা কর্মীদের মাঠে কাজ করার পরামর্শ প্রদান করেন।
কর্মশালায় আরো বক্তব্য রাখেন প্রশিক্ষণ টিমের সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি এডভোকেট আহমেদ আলী কিবরিয়া, সদস্য ইসরাফিল আলম রাফিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য শিরিন আক্তার, সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সদস্য সাদিয়া আফরিন তৃষা, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, শাহীনূর মল্লিক জীবন ও দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইমরুল কায়েছ এলিছ সহ অন্যান্যরা।
কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন জনি, এজিএম ফাহাদ, সাব্বির হোসেন রবিন, জসিম উদ্দিন, রাকিব হোসাইন, জহিরুল ইসলাম, পৌর সদস্য সচিব মোফাক্খারুল ইসলাম মারুফ, কলেজ শাখার সাবেক আহ্বায়ক রুমান মিয়া, সাবেক সদস্য সচিব আবু রায়হান ও বর্তমান আহ্বায়ক মোবারক হোসাইন সহ অন্যান্যরা। কবীর উদ্দিন সরকার হারুন, ময়মনসিংহ।

