বকশীগঞ্জে ৬ ইটভাটায় প্রশাসনের অভিযান, পৌনে ৬ লাখ টাকা জরিমানা

IMG-20260102-WA0002

ম‌তিন রহমান,বকশীগঞ্জ,জামালপুর।

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে কার্যক্রম পরিচালনার দায়ে ছয়টি ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব ইটভাটা থেকে মোট ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা। তাঁর সঙ্গে ছিলেন জামালপুর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সনজিৎ বিশ্বাস এবং বকশীগঞ্জ থানা-পুলিশের একটি দল।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অমান্য করে কার্যক্রম চালানোয় উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত ছয়টি ইটভাটায় এই অভিযান চালানো হয়। এর মধ্যে পাঁচটি ইটভাটাকে ১ লাখ টাকা করে এবং একটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানা করা ইটভাটাগুলো হলো:থ্রি স্টার ব্রিকস,মেসার্স রহমত উল্লাহ ব্রিকস,নাফিস ব্রিকস,উজ্জ্বল ব্রিকস, নগর ব্রিকস,সানি অটো ব্রিকস

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা জানান, নানা অনিয়মের দায়ে এসব ইটভাটার মালিকদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরও বলেন, "ইটভাটাগুলো সরকারি নির্দেশ লঙ্ঘন করে পুনরায় কার্যক্রম পরিচালনা করলে ভবিষ্যতে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com