ইচ্ছার নির্বাসন

Dailyreporttm_20251215_112246_0000

ইচ্ছার নির্বাসন

কবি - সানজিদা বিনা 

 

প্রতিদিন কিছু ইচ্ছা

অযত্নে মরে যায়—

নির্বাসিত হয় নীরবে।

কিছু ইচ্ছা ব্যর্থ প্রেমের মতো

ভোগে দীর্ঘ স্মৃতির অসুখে,

কিছু আমি নিজেই হত্যা করি,

বিবর্ণ হই তবু থামি না।

একদিন মুক্তি দিয়েছি

দূর থেকে আসা এক পাখিকে—

যে আশ্রয় খুঁজেছিল

আমার নীরব হৃদয়ে।

কিন্তু তার ডানায় ছিল,

ফেলে আসা দিগন্তের ডাক—

অসীম আকাশের টান

তার প্রকৃত ঠিকানা।

আমার নিঃসঙ্গ আঙিনায় ছিল

তার অসম্ভব অস্থির বসবাস।

তবুও ছেড়ে দিয়েছি তাকে—‌

ফিরে যেতে তার আকাশে,

যেখানে স্বপ্ন উড়ে মুক্ত বাতাসে।


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com