শ্রদ্ধা আর ভালোবাসায় ময়মনসিংহ ফিজিওথেরাপি কলেজে বিজয় দিবস পালিত

IMG-20251217-WA0001

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:

যথাযোগ্য মর্যাদা এবং আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত চূড়ান্ত বিজয়ের গৌরব ও বীর শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে প্রতিষ্ঠানটি।

দিনের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের কো-অর্ডিনেটর ও ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. এমএকে জাহিদ। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র, ময়মনসিংহের সহকারী পরিচালক মো. ছানোয়ার হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন ডা. প্রদীপ, ডা. মায়েশা, ডা. সুপ্রান্ত এবং অকুপেশনাল থেরাপি বিভাগের সিনিয়র প্রভাষক ও কনসালটেন্ট ডা. সুজন আহমেদসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, “১৬ ডিসেম্বর বাঙালির চিরগৌরবের দিন। যারা মহান মুক্তিযুদ্ধে বুকের তাজা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।”

দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানের বেলা রিহ্যাবিলিটেশন হাসপাতালের ডায়াগনস্টিক ইউনিটে নতুন প্যাথলজি ল্যাব স্থাপনের মাধ্যমে শিক্ষার্থী ও কর্মচারীদের বিনামূল্যে রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হয়।

বিকেলে আয়োজন করা হয় প্রীতি শর্টপিচ ক্রিকেট ও ভলিবল খেলার। খেলার উদ্বোধন করেন সহকারী অধ্যাপক ডা. এমএকে জাহিদ ও ডা. সুজন আহমেদ। খেলা পরিচালনা করেন প্রতিষ্ঠানের হিসাব ও অর্থ বিভাগের প্রধান মো. দিদার হোসেন। পরে রাতে অনুষ্ঠিত ভলিবল খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করা হয়। খেলায় প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com