- রিপোর্টারঃ desk report
- প্রকাশ: রবিবার, ১৪ ডিসেম্বর , ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, “নিরাপত্তা প্রটোকলে রাজনৈতিক নেতা এবং আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা তাদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে কীভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন-সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেয়া হবে।”
এছাড়া, গণঅভ্যুত্থানের সম্মুখসারির নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের বাড়তি নিরাপত্তা প্রদানেরও উদ্যোগ নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির প্রাণনাশে পরিচালিত হামলার পর সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত এলো। হাদি ছাড়াও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক নেতাদের হত্যা ও হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে এমন পদক্ষেপ নিয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

