রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠার আমানত: মাজেদ

Dailyreporttm_20251228_202655_0000

ছবি: লুৎফুল্লাহেল মাজেদ বাবু

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মনোনীত ধানের শীষের প্রার্থী ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু মনোনয়নপত্র জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন। আগামীকাল (দিন ও তারিখ) সকাল ১১টায় তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র দাখিল করবেন।

এই উপলক্ষে এক বার্তায় তিনি প্রিয় ঈশ্বরগঞ্জবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

লুৎফুল্লাহেল মাজেদ বাবু তার বার্তায় বলেন, “রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, বরং এটি মানুষের অধিকার, ন্যায্যতা ও মর্যাদা প্রতিষ্ঠার একটি পবিত্র আমানত। আমি ঈশ্বরগঞ্জের মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎ স্বপ্নকে বুকে ধারণ করেই এই পথে এগিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, “আগামীকাল সকাল ১১টায় আমি বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছি। এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনাদের সকলের দোয়া আমার একান্ত কাম্য। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।

ঈশ্বরগঞ্জের উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন, আসুন, আমরা সবাই মিলে ঈশ্বরগঞ্জের জন্য একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও উন্নত আগামী গড়ে তুলি। আল্লাহ যেন আমাকে সততা ও নিষ্ঠার সাথে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।

বিএনপির এই নেতা বিশ্বাস করেন, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ও দোয়ায় ঈশ্বরগঞ্জে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com