মুক্তাগাছায় খালেদা জিয়ার মৃত্যুতে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

Dailyreporttm_20260102_015531_0000

প্রতিবেদক: মোঃ ফরহাদ হোসেন 

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নে বিএনপির উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে দুল্লা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন বিএনপির সভাপতি কাজি আবুল হাসিম বলেন, বিগত স্বৈরাচারী সরকার তিলে তিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করেছে। তাকে উন্নত চিকিৎসা নিতে দেওয়া হয়নি। মিথ্যা মামলায় জেলে আটকে রেখে তাকে অসুস্থ করা হয়েছে। তার এক সন্তানের মৃত্যু হয়েছে নির্যাতনের ফলেই, আরেক সন্তানকে দেশে আসতেও দেওয়া হয়নি।তিনি আরও বলেন,খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য পরিবার বারবার আবেদন করলেও ফ্যাসিস্ট কায়দায় তা প্রত্যাখ্যান করা হয়। আপোষ করলে তিনি বিদেশে রাজকীয় চিকিৎসা নিতে পারতেন, কিন্তু দেশের মানুষের প্রতি ভালোবাসা থেকেই তিনি দেশের মাটিতেই চিরনিদ্রায় শায়িত হয়েছেন। কাজি আবুল হাসিম বলেন, জুলাই আন্দোলনের পর মানুষ নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে। আজ দেশের মানুষ ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির জন্য দোয়া করছে এবং আপোষহীন নেত্রী খালেদা জিয়ার জানাজায় কোটি কোটি মানুষের সমাগম হয়েছে, যা তার জনপ্রিয়তার প্রমাণ।

আলোচনা সভা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন দুল্লা ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, জাকির হোসেন, নুরুজ্জামান হীরা, হারুনুর রশীদ চানু, ময়মনসিংহ (দক্ষিণ) জেলা যুবদলের আহ্বায়ক এ কে এম মাজহারুল ইসলাম মাজা, এমরান মাসুদ কবির, বদীউল আলম মানিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং প্রায় দুই শতাধিক সাধারণ মানুষ।


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com