- রিপোর্টারঃ desk report
- প্রকাশ: রবিবার, ১১ জানুয়ারি , ২০২৬
মতিন রহমান, বকশীগঞ্জ (জামালপুর):
জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় শাহীন মিয়া (৩৫) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে পৌর শহরের পুরাতন গরুহাটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহীন মিয়া বকশীগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। তিনি ওই এলাকার এবারুল মিয়ার ছেলে
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ২০ নভেম্বর বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন বাদী হয়ে একটি মামলা করেন। নাশকতার অভিযোগে করা ওই মামলায় ৩৫৯ জনকে আসামি করা হয়েছিল। ওই মামলার আসামি হিসেবেই শাহীন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মকবুল হোসেন বলেন, নাশকতার মামলায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে যুবলীগ নেতা শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

