ত্রিশালে বিএনপি মনোনীত প্রার্থী ডা. লিটনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা 

Dailyreporttm_20260110_210548_0000

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশনের আপিল বিভাগ। আজ শনিবার বিকেলে আপিল শুনানি ও পুনঃযাচাই শেষে এ ঘোষণা দেওয়া হয়েছে। 

জানা গেছে, গত ৩রা জানুয়ারী রিটানিং কর্মকর্তার কার্যালয়ে প্রাথমিক যাচাই-বাছাইয়ে তথ্যের অসংগতির কারণে তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছিল। পরবর্তীতে বিএনপির এই প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে আইনগত ও দালিলিক প্রমাণাদি পর্যালোচনার পর তার মনোনয়ন বৈধ বলে গণ্য করা হয়।

ডা. মাহবুবুর রহমান লিটনের মনোনয়নপত্র বৈধ হওয়ার খবরে সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভুঁইয়া জানান, ডা. লিটনের প্রার্থিতা ফিরে পাওয়ার মাধ্যমে ত্রিশালের গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। এই সিদ্ধান্তের ফলে নির্বাচনী আমেজে নতুন মাত্রা যুক্ত হয়েছে এবং সাধারণ ভোটারদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে ডা. মাহবুবুর রহমান লিটনের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com