Dailyreport Live
Dailyreport Live
Saturday, 10 Jan 2026 18:00 pm
Dailyreport Live

Dailyreport Live

মতিন রহমান, বকশীগঞ্জ,জামালপুর:

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করার পর সেটি ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

রবিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের তালুকপাড়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল হুসনা। বকশীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম এই অভিযানে তাকে সহায়তা করেন।

জানা গেছে, তালুকপাড়া এলাকায় আইন অমান্য করে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে সেখানে অভিযান চালায় প্রশাসন। এসময় অবৈধ বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করা হয় এবং জনসম্মুখে তা পিটিয়ে ও ভেঙে অকেজো করে দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল হুসনা বলেন, যারা আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করছেন, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। এটি পরিবেশের জন্য যেমন ক্ষতিকর। আইন অমান্যকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং এই ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিত চলবে।

Your application license has expired!
Contact bdtask.com