
রংপুর প্রতিনিধি
রংপুর হারাগাছে গৃহকর্মীকে ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি হাছেন আলীকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র্যাব ।
আজ (১০ জানুয়ারি ) শনিবার বিকেলে র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয় ভিকটিম তার প্রতিবেশীর বাসায় ৮ বছর যাবত গৃহকর্মীর কাজ করে আসছিলো। এরই মধ্যে গ্রেফতারকৃত আসামি ভিকটিমের একাকিত্বের সুযোগ নিয়ে ভিকটিমকে বিয়ে করার প্রস্তাব দেয় এবং বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে গত ৪ এপ্রিল ২০২৫ তারিখ বিকাল গ্রেফতারকৃত আসামি তার নিজ বাড়ীতে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম নিজে বাদী হয়ে রংপুর জেলার হারাগাছ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামি আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় আজ র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এবং র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ক্যাম্পের যৌথ আভিযানিক দল কুমিল্লা চৌদ্দগ্রাম থানাধীন বাবুর্চি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক প্রধান আসামি মোঃ হাছেন আলী (৫০) কে গ্রেফতার করা হয়েছে। এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।