
মোঃ ফিরোজ শাহ, জামালপুর
শীতের তীব্রতা বাড়তে থাকায় অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে ঢাকাস্থ ইটাইল ইউনিয়ন সমিতির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের জাগরনী বাজার রুহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ,পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে উষ্ণ কম্বল বিতরণ করা হয়।
ঢাকাস্থ ইটাইল ইউনিয়ন সমিতির পক্ষ থেকে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বক্তারা । এছাড়াও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকাস্থ ইটাইল ইউনিয়ন সমিতির সেচ্ছাসেবক মাফুজ, জুয়েল, সোহেল, রফিকুল, সরকার, সুজন, আসলাম, শাহারীয়ার সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।