Dailyreport Live
Dailyreport Live
Wednesday, 07 Jan 2026 18:00 pm
Dailyreport Live

Dailyreport Live

আদালত প্রতিবেদক:

ময়মনসিংহ-১০ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ফাহমী গোলন্দাজ বাবেলের প্রায় সাড়ে ৮ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক করার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের আদেশে বাবেলের মোট ৮ কোটি ৫৬ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পত্তি ক্রোক করতে বলা হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ জেলাতেই তার নামে ২৮টি দলিলে জমি ক্রয়ের তথ্য পাওয়া গেছে।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, আসামি ফাহমী গোলন্দাজ বাবেল উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং পরবর্তীতে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ প্রায় ২০ কোটি ১১ লাখ টাকার সম্পত্তির মালিকানার তথ্য পেয়েছে দুদক।

এছাড়া তার নামে থাকা ১৬টি ব্যাংক হিসাবে প্রায় ৬০ কোটি ৯৮ লাখ টাকা এবং ১ লাখ ৭১ হাজার ৬৪৬ মার্কিন ডলারের অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। অবৈধ উপায়ে অর্জিত এই অর্থ তিনি জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করেছেন—এমন অভিযোগে দুদক তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

মামলার তদন্ত চলাকালে দুদক জানতে পারে, সাবেক এই এমপি তার স্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর বা বিক্রি করে দেওয়ার চেষ্টা করছেন। রাষ্ট্রীয় সম্পদ ও অবৈধ অর্থের সুরক্ষা নিশ্চিত করতে দুর্নীতি দমন কমিশন বিধিমালা-২০০৭ এর ১৮ বিধি এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ১৪ ধারা অনুযায়ী তার সম্পদ ক্রোক করা জরুরি বলে আদালত মনে করেন।

Your application license has expired!
Contact bdtask.com