
বিনোদন ডেস্ক:
ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের জাত চিনিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয়ের দক্ষতায় যেমন দর্শকদের মন জয় করেছেন, তেমনি নিজের স্টাইল স্টেটমেন্ট দিয়েও সবসময় থাকেন আলোচনার কেন্দ্রে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি মানেই ভক্তদের জন্য নতুন কোনো চমক।
সম্প্রতি এই লাস্যময়ী অভিনেত্রী ধরা দিলেন এক রাজকীয় লুকে। নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন, যা রীতিমতো ঝড় তুলেছে নেট দুনিয়ায়। ছবিতে মেহজাবীনকে দেখা গেছে জমকালো গোল্ডেন বেনারসি সিল্ক শাড়িতে। আভিজাত্য আর আধুনিকতার দারুণ এক সমন্বয়ে মেহজাবীনকে লাগছিল অপরূপা।
সোনালি শাড়ির নিখুঁত কারুকাজ, মায়াবী চোখের চাহনি আর ভুবনভোলানো মিষ্টি হাসি—সব মিলিয়ে ভক্তদের মুগ্ধতার কোনো শেষ নেই। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘একটি বিয়ে খেতে যাই।’
মেহজাবীনের এই স্নিগ্ধ ও অভিজাত রূপ দেখে ভক্তরা প্রশংসায় পঞ্চমুখ। কমেন্ট বক্স ভেসে যাচ্ছে ইতিবাচক মন্তব্যে। এক ভক্ত লিখেছেন, “অপূর্ব! সবসময় সুখে থেকো।” আরেকজন মন্তব্য করেছেন, “মাশাআল্লাহ, আপনাকে খুব সুন্দর লাগছে।”
অভিনয়ের ব্যস্ততার ফাঁকেও মেহজাবীন যে ফ্যাশন ও স্টাইলিংয়ে কতটা সচেতন, তার প্রমাণ মিলল আবারও। ভক্তরা এখন প্রিয় অভিনেত্রীর পরবর্তী কাজের অপেক্ষায়, যেখানে হয়তো আবারও নতুন কোনো লুকে দেখা যাবে তাকে।