
হাওয়া’ সিনেমার সাফল্যের পর দীর্ঘ বিরতি। ছয় বছরের বিরতি কাটিয়ে ২০২২ সালে পর্দায় ফিরেছিলেন, আবার চলে গিয়েছিলেন অন্তরালে। তবে সেই নীরবতা ভেঙে চলতি বছর বড় পর্দায় রাজকীয় প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে অভিনেত্রী নাজিফা তুষির। ওটিটি কিংবা সিনেমার পর্দা—সবখানেই এবার তার সরব উপস্থিতি। ইতিমধ্যে তার অভিনীত তিনটি সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে, আর একটির শুটিং চলছে পুরোদমে।
‘রইদ’: আন্তর্জাতিক প্রিমিয়ারের পথে
মেজবাউর রহমান সুমনের পরিচালনায় ‘রইদ’ সিনেমাটি আগামী ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে আন্তর্জাতিক প্রিমিয়ার করবে। এরপর এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ সিনেমায় তুষির চরিত্রের কোনো নাম নেই, তিনি পরিচিত হবেন ‘সাদুর বউ’ হিসেবে। চরিত্রের প্রয়োজনে তিনি নিয়েছিলেন কঠিন প্রস্তুতি—কোনো মেকআপ ব্যবহার করেননি, এমনকি ছয় মাস সাবান ও শ্যাম্পু থেকেও দূরে ছিলেন। শারীরিক গঠনেও এনেছেন আমূল পরিবর্তন। তার সহশিল্পী হিসেবে আছেন মোস্তাফিজ নূর ইমরান।
‘সখী রঙ্গমালা’: ঐতিহাসিক আখ্যান
কথাসাহিত্যিক শাহীন আখতারের উপন্যাস অবলম্বনে এন রাশেদ চৌধুরী নির্মাণ করছেন ‘সখী রঙ্গমালা’। অষ্টাদশ শতকের নোয়াখালীর এক জমিদার পরিবারের কাহিনি নিয়ে নির্মিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তুষিকে। শুটিং শেষে বর্তমানে চলছে সিনেমাটির সম্পাদনার কাজ।
‘আন্ধার’ ও ‘প্রেশার কুকার’
রায়হান রাফীর পরিচালনায় ভৌতিক গল্পের সিনেমা ‘আন্ধার’-এ তুষি অভিনয় করেছেন ‘নাদিয়া’ চরিত্রে। এতে তার সহশিল্পী সিয়াম আহমেদ ও চঞ্চল চৌধুরী। এছাড়া রাফীর আরেকটি নারীকেন্দ্রিক গল্পের সিনেমা ‘প্রেশার কুকার’-এর শুটিং শুরু করেছেন তিনি। ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে নারাজ তুষি।
ওয়েব সিরিজেও তুষি
বড় পর্দার পাশাপাশি ওটিটিতেও দেখা মিলবে তুষির। আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি, যার নাম ও বিস্তারিত এখনো গোপন রাখা হয়েছে।
তুষির ভাষ্য
দীর্ঘদিন পর ফেরা প্রসঙ্গে নাজিফা তুষি বলেন, “হাওয়ার পর বেশ কয়েকটি কাজ করেছি। আশা করছি, এ বছর আমার কাজগুলো দর্শকের সামনে আসবে। চারটি সিনেমা চারজন ভিন্ন নির্মাতার, ভিন্ন গল্পের এবং ভিন্ন চরিত্রের। দর্শকদের জন্য এটি নতুন অভিজ্ঞতা হবে।”