
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে নেওয়া এই সিদ্ধান্তের ফলে পরীক্ষার্থীদের অপেক্ষা আরও কিছুদিন বাড়ছে। বাতিল হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (৫ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. মাসুদ হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের লক্ষ্যে যে প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, তা বাতিল করা হলো।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৬ নভেম্বর সকাল ১০টায়। ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ওই পরীক্ষা নেওয়া হয়েছিল। তবে বিজ্ঞপ্তিতে পরীক্ষাটি বাতিলের পেছনের নির্দিষ্ট কারণ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি। সেখানে শুধু ‘অনিবার্য কারণ’-এর কথা বলা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “এই পরীক্ষা বাতিল করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমাদের নিয়োগে মোট চার শত সত্তরটি পদ রয়েছে। এর মধ্যে হিসাব সহকারীর পদ তিন শত ছেচল্লিশটি এবং অফিস সহকারীর পদ দুই শত চব্বিশটি। পরীক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে খুব শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে।”
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাতিল হওয়া পরীক্ষার সংশোধিত সময়সূচি এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট ও গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে। পরীক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।