Dailyreport Live
Dailyreport Live
Monday, 05 Jan 2026 18:00 pm
Dailyreport Live

Dailyreport Live

প্রতিবেদক: মোঃ ফরহাদ হোসেন 

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার ও নির্বাচন সংক্রান্ত সচেতনতা বাড়াতে মুক্তাগাছায় এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে খেরুয়াজানি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

সভায় গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে ভোটারদের অধিকার, ভোট প্রদান পদ্ধতি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নাগরিক দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি নির্বাচন নিয়ে বিভ্রান্তি দূর করা ও ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র, নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপু, মৎস্য কর্মকর্তা তানবীর আহম্মেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা রাজিবুল কারিম, সমাজসেবা কর্মকর্তা ও খেরুয়াজানি ইউনিয়নের প্রশাসক জহিরুল ইসলাম, খাদ্য কর্মকর্তা আশরাফ আলী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদ। 

আয়োজকরা জানান, এ ধরনের সচেতনতামূলক সভার মাধ্যমে ভোটারদের মধ্যে দায়িত্ববোধ জাগ্রত হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে বলে তারা আশা করছেন।

Your application license has expired!
Contact bdtask.com