Dailyreport Live
Dailyreport Live
Thursday, 01 Jan 2026 18:00 pm
Dailyreport Live

Dailyreport Live

নিজস্ব প্রতিবেদক, ফুলবাড়িয়া (ময়মনসিংহ):

সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (তারিখ) বাদ জুমা ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর বাজার বড় মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫১ ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আখতারুল আলম ফারুক। তিনি মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া চান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া পৌর বিএনপির সভাপতি এ কে এম শমশের আলী, যুগ্ম আহ্বায়ক আবুল ফজল ও মাহাবুবুল আলম সেলিম, পৌর বিএনপি নেতা জাকির হোসেন রিপন এবং কুশমাইল ইউনিয়ন বিএনপি নেতা শহীদ মিয়া।

দোয়া মাহফিলে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন এবং মহান আল্লাহর দরবারে মরহুমার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Your application license has expired!
Contact bdtask.com