Dailyreport Live
Dailyreport Live
Monday, 22 Dec 2025 00:00 am
Dailyreport Live

Dailyreport Live

ফুলবাড়িয়ায় বিএনপির সাবেক কৃষক দলের সভাপতি মরহুম আব্দুল মান্নান সিদ্দিকীর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সোমবার ( ২২ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফুলবাড়িয়া উপজেলার সাবেক কৃষক দলের সভাপতি মরহুম আব্দুল মান্নান সিদ্দিকীর রূহের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 স্মরণ সভায় সভাপতিত্ব করেন মীর নাসির উদ্দিন শিখন উপজেলা কৃষকদলের সভাপতি। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী কাজল।

বক্তারা মরহুম আব্দুল মান্নান সিদ্দিকীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কৃষক আন্দোলনে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, তিনি ছিলেন একজন ত্যাগী, সৎ ও নিবেদিতপ্রাণ নেতা, যিনি আজীবন দলের আদর্শ ও কৃষক সমাজের অধিকার রক্ষায় কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে বিএনপি ও কৃষক দল একজন অভিভাবকতুল্য নেতাকে হারিয়েছে। বক্তব্য দেন বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যক্ষ আনোয়ার হোমেন বাদশা, পৌর বিএনপির আহবায়ক একে এমন শমশের আলি, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব অধ্যক্ষ জাকির হোসেন, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আবুল ফজল, উপজেলা যুবদল নেতা নাজিরুল হক লিমন প্রমুখ।

স্মরণসভায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। এছাড়াও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া কামনা করা হয় । কবীর উদ্দিন সরকার হারুন, ময়মনসিংহ।

Your application license has expired!
Contact bdtask.com