Dailyreport Live
Dailyreport Live
Sunday, 21 Dec 2025 00:00 am
Dailyreport Live

Dailyreport Live

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের ত্রিশালে আন্তঃ জেলা অটোরিক্সা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ। গতকাল রবিবার দুপুরে ত্রিশাল থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, শুত্রবার রাত হতে শনিবার দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় এবং তাদের ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার বিকালে ত্রিশাল থানাধীন আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম সাকিনস্থ সাইনবোর্ড বাজার হতে অটোরিক্সার ড্রাইভার মোঃ মনিরুল আলমকে নেশাজাতীয় জুস খাইয়ে আট সিটের সবুজ রং এর ব্যাটারী চালিত অটোরিক্সা, যাহার চেসিস নং-এক্সজিডিএস -২০২৫০৬০২০৫, যার মূল্য অনুমান ২ লাখ ৬০ হাজার টাকা চুরি করে নিয়া যায়। পরবর্তীতে ভিকটিমের ভাই জাহাঙ্গীর আলম উক্ত অটোরিক্সা সংক্রান্ত জিডি করলে জিডিমূলে ত্রিশাল থানার ওসি ফিরোজ হোসেনের সার্বিক নিদের্শনায় এস আই নাহিদ ও এস আই সবুজের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ জেলাধীন তাড়াইল থানার কাজলা চকপাড়া মোড়লবাড়ী হতে এজাহারনামীয় মোঃ রিপন মিয়া (৩৫) কে গ্রেফতার করা হয় এবং তার দেওয়া তথ্যমতে ঘটনার সাথে জড়িত আসামী মোঃ জসিম উদ্দিন (৩০), মোঃ আঃ সালাম (৪০) কে গ্রেফতার করা হয়। এরা সকলেই পেশাদার অটো চোর। আসামী মোঃ জসিম উদ্দিনের (৩০) বিরুদ্ধে ৯ টি মামলা, আসামী মোঃ রিপন মিয়ার (৩৫) বিরুদ্ধে ৪টি, আসামী মোঃ আঃ সালামের (৪০) এর বিরুদ্ধে ৪ টি মামলা রয়েছে। আসামীরা আন্তঃ জেলা অটোরিক্সা চোর চক্রের সক্রিয় সদস্য।

Your application license has expired!
Contact bdtask.com