Dailyreport Live
Dailyreport Live
Friday, 19 Dec 2025 00:00 am
Dailyreport Live

Dailyreport Live

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:

শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে কিশোরকন্ঠ পাঠক ফোরাম, ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশাল মেধাবৃত্তি পরীক্ষা। শুক্রবার ময়মনসিংহের চারটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে উৎসবমুখর পরিবেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে নগরীর বিভিন্ন স্কুলের প্রায় ২,০০০-এর অধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

আয়োজকরা জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য নগরীর চারটি প্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছিল। কেন্দ্রগুলো হলো—

১. ময়মনসিংহ জিলা স্কুল

২. রেসিডেন্সিয়াল মডেল স্কুল

৩. দাপুনিয়া কাওয়ালটি ইসলামিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ

৪. পিয়ারপুর এমএসকে হাই স্কুল এন্ড কলেজ

পুরো কার্যক্রমের সার্বিক পরিচালনায় ছিলেন ডা. ফাউযান আব্দুর রহমান। সহ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মাজহারুল ইসলাম। স্থানীয় প্রতিনিধি হিসেবে কেন্দ্রগুলোর সার্বিক সহযোগিতায় ছিলেন আকরাম হোসাইন।

আয়োজক সূত্রে জানা গেছে, এই মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের মেধার স্বীকৃতিস্বরূপ প্রায় ৬ লক্ষ টাকার আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। ফলাফল ঘোষণা শেষে খুব শীঘ্রই অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে এই পুরস্কার ও সনদ তুলে দেওয়া হবে।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথি ওয়াহিদুল আলম শরীফ এবং আল ইমরান। তারা পরীক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে সন্তোষ প্রকাশ করেন।

মেধাবৃত্তি পরীক্ষার পরিচালক ডা. ফাউযান আব্দুর রহমান বলেন, “কিশোরকন্ঠ পাঠক ফোরাম সবসময় শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি উদ্বুদ্ধ করতে এবং তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করতেই আমাদের এই আয়োজন। বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি প্রমাণ করে যে, শিক্ষার মানোন্নয়নে এ ধরণের উদ্যোগ অত্যন্ত জরুরি।”

অভিভাবকরাও কিশোরকন্ঠ পাঠক ফোরামের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরণের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের সুযোগ করে দেয় এবং তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে সাহায্য করে।

Your application license has expired!
Contact bdtask.com