Dailyreport Live
Dailyreport Live
Thursday, 18 Dec 2025 00:00 am
Dailyreport Live

Dailyreport Live

অপ্রকাশিত

কবি সানজিদা বিনা 

 

তুমি কোনো নাম নও,

একটি নীরব শুরু।

তোমার দিকে তাকালেই খুলে যায়

ভাষা,

নিজের ভিতর থেকে।

আমি তখন শব্দ নই—

ফাঁকা পৃষ্ঠা।

 

আমার ভেতরের নদীটা ছিল

স্রোতহীন বহুদিন;

তুমি নীরবে এঁকে দিলে দুই তীর।

জল হঠাৎ দিক চিনে নেয়।

যতবার শেষ লিখতে যাই,

ভেঙে পড়ে শব্দ।

কিছু কবিতা ইতি মানে না—

শুধু উপস্থিত থাকে।

তোমাকে রাখিনি কাগজে বা ছাপে;

কালি এই অনুভব বোঝে না।

বুকের ভাঁজেই তোমার ঠিকানা।

তোমাকে ভাবলেই সময়  

খুলে ফেলে তার ঘড়ি।

তুমি ঝড়ের ভেতর হাত ধরা,

অন্ধকারে একটুখানি দিক,

রোদ্রর একটি ভুল—

যে ভুলে জীবন রঙিন।

শেষ পর্যন্ত

আমার সব ছন্দ তোমার কাছেই ফিরে আসে,

কারণ তুমি অপ্রকাশিত

সেই কবিতা,

যাকে লিখে ফেললে

আমি নিজেকেই হারিয়ে ফেলতাম।

Your application license has expired!
Contact bdtask.com