Dailyreport Live
Dailyreport Live
Wednesday, 17 Dec 2025 18:00 pm
Dailyreport Live

Dailyreport Live

নিজস্ব প্রতিবেদক 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে টেলিভিশনের টকশো ও নির্বাচনি সংলাপে কটূক্তি, হেয় করা বা ব্যক্তিগত আক্রমণের বক্তব্য প্রচার না করতে স্পষ্ট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে সরকারি ও বেসরকারি সব চ্যানেলকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করে নির্বাচনভিত্তিক অনুষ্ঠান প্রচারের আহ্বান জানিয়েছে সাংবিধানিক সংস্থাটি।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়। কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অনুকূল নির্বাচনি পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো তথ্য প্রচারের ক্ষেত্রে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি করে দিলে নির্বাচনি পরিবেশ উন্নত হতে পারে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান, সাক্ষাৎকার, টকশো বা নির্বাচনি সংলাপ পরিবেশনের সময় রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি সমান সুযোগ দেওয়ার বিষয়টি বিশেষভাবে বিবেচনায় রাখতে বলা হয়েছে।

নির্বাচন কমিশন স্মরণ করিয়ে দিয়েছে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার ২৫ বিধিতে স্পষ্ট বলা আছে যে, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী বা দলের প্রতিনিধি টেলিভিশন চ্যানেল আয়োজিত নির্বাচনি সংলাপে অংশ নিতে পারবেন, তবে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কোনো বক্তব্য দিতে পারবেন না।

এ কারণে সরকারি ও বেসরকারি সকল টেলিভিশন চ্যানেলে নির্বাচনি সংলাপ কিংবা অন্য কোনো নির্বাচনসংক্রান্ত অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে যাতে কোনো দল বা প্রার্থীকে হেয়প্রতিপন্ন করা না হয় এবং সকল প্রার্থী সমান সুযোগ পান, সে বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা ও ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ সময় ১১ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।

এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে ২০ জানুয়ারি পর্যন্ত। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনি প্রচার শুরু হবে ২২ জানুয়ারি থেকে এবং শেষ হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায়। সবশেষে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Your application license has expired!
Contact bdtask.com