Dailyreport Live
Dailyreport Live
Thursday, 18 Dec 2025 00:00 am
Dailyreport Live

Dailyreport Live

মতিন রহমান, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে নাশকতার অভিযোগে করা মামলায় এক প্রধান শিক্ষকসহ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে ও আজ বুধবার দুপুরে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন খেওয়ারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য হাবিবুর রহমান ওরফে হাবিবুল্লাহ (৫২) এবং বকশীগঞ্জ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাহার আলী (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মোজাহার আলীকে গ্রেপ্তার করে। এরপর আজ বুধবার দুপুর ১২টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের মালীবাগ মোড় এলাকা থেকে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

বখশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মুকবুল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাশকতার মামলায় ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাঁদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

Your application license has expired!
Contact bdtask.com