
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি, এনটিভির স্টাফ রিপোর্টার ও ময়মনসিংহ প্রেসক্লাবের সদস্য এম আইয়ুব আলীর মমতাময়ী মা রেজিয়া সুলতানা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
বুধবার (তারিখ বসান) বিকেল সাড়ে ৪টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার জানাজার নামাজ আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর ময়মনসিংহ নগরীর চরপাড়া জামিয়া ইসলামিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে নগরীর ভাটিকাশর কবরস্থানে দাফন করা হবে।
প্রবীণ এই নারীর মৃত্যুতে ময়মনসিংহ প্রেস ক্লাব এবং সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে, সাংবাদিক এম আইয়ুব আলীর মাতৃবিয়োগে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ‘ডেইলি রিপোর্ট লাইভ’-এর সম্পাদক খোরশিদুল আলম মজিব। এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।