
ঢালিউডের বর্তমান সময়ের অন্যতম আলোচিত ও ‘হটকেক’ চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী। গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমা দিয়ে বড় পর্দায় তার রাজসিক অভিষেক। এরপর আরিফিন শুভর বিপরীতে ‘নীলচক্র’ সিনেমাতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই নায়িকা এবার সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবিতে রীতিমতো ঝড় তুলেছেন।
গত শনিবার রাতে নিজের ফেসবুকে বেশ কিছু ছবি শেয়ার করেন মন্দিরা। ছবিগুলোতে তার গ্ল্যামারাস ও বোল্ড লুক নেটিজেনদের নজর কেড়েছে। চকলেট বা গাঢ় বাদামি রঙের স্লিভলেস বডিকন গাউনে যেন মোহনীয় এক রূপে ধরা দিয়েছেন তিনি। পোশাকের সোনালী স্ট্র্যাপ এবং পারফেক্ট ফিটিং তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। সাথে হাতে বড় মেটালের বালা, আঙুলে বাহারি আংটি আর খোলা ঢেউ খেলানো চুলে তার লুক হয়ে উঠেছে এক কথায় অনবদ্য।
ছবিগুলোর ক্যাপশনেও তিনি রেখেছেন রহস্যের ছোঁয়া। লিখেছেন, ‘মাদকের মতো হও, তাদেরকে তোমার জন্য মরতে দাও।’ তার এই ক্যাপশন আর রূপের মাদকতা ভক্তদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। মন্তব্যের ঘরে ভক্ত-অনুসারীরা তার স্টাইল ও সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করছেন।
মন্দিরা চক্রবর্তীর ক্যারিয়ার শুরু হয়েছিল নৃত্যশিল্পী হিসেবে। কত্থক নাচে পারদর্শী এই অভিনেত্রী শৈশবে তিনবার জাতীয় পুরস্কার অর্জন করেন। ২০১২ সালে ‘সেরা নাচিয়ে’ প্রতিযোগিতায় রানার্স আপ হওয়ার পর তিনি নাটক ও বিজ্ঞাপনে কাজ শুরু করেন। এরপর পা রাখেন রূপালি পর্দায়। বর্তমানে তার হাতে নতুন কোনো সিনেমার খবর না থাকলেও সামাজিক মাধ্যমে নিজের সরব উপস্থিতিতে ভক্তদের হৃদয়ে ঠিকই রাজত্ব করে যাচ্ছেন মন্দিরা।