
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর দেশের রাজনৈতিক ইতিহাস ও সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে এক আবেগঘন ও সতর্কবার্তামূলক স্ট্যাটাস দিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি উল্লেখ করেছেন, ইতিহাসের মহান নেতাদের হত্যায় বিদেশি শক্তি নয়, বরং নিজ দেশের ভেতরে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকরাই মূল ভূমিকা পালন করেছে।
আসিফ আকবর তার পোস্টে লেখেন, “মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, শেখ মুজিবুর রহমান, শহীদ জিয়াউর রহমান থেকে শুরু করে শহীদ শরীফ ওসমান হাদী—তাদেরকে বিদেশি কেউ হত্যা করেনি, হত্যা করেছে নিজ দেশের লোক। দেশের ভেতরেই ঘাপটি মেরে থাকা বিদেশি এজেন্টরা।”
তিনি আরও উল্লেখ করেন, নেপথ্যের কুশীলবরা সবসময় পর্দার আড়ালেই থেকে যায়। তাই দেশে মোতায়েনকৃত এই বিদেশি দালালদের চিনে রাখা অত্যন্ত জরুরি। অন্যথায় ইতিহাসের নৃশংসতার রং একই থাকবে। উদাহরণ হিসেবে তিনি বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার কথা স্মরণ করিয়ে দেন।
বিসিবি পরিচালক লেখেন, “এরা সংখ্যায় কম, কিন্তু এদের পৃষ্ঠপোষকরা অনেক শক্তিশালী এবং কূটকৌশলে সিদ্ধহস্ত। এরা যেকোনো সুযোগের সর্বোচ্চ ব্যবহার করে।”
পোস্টের শেষে তিনি দেশপ্রেমের আহ্বান জানিয়ে বলেন, “সবার আগে বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ভালোবাসা অবিরাম...”