
ময়মনসিংহের আড়াইশো বছরের ঐতিহ্য হুম গুটি বইয়ের মোড়ক উম্মোচন ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে । বিশিষ্ট নজরুল গবেষক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নজরুল ইন্সটিটিউটের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনামের আড়াইশো বছরের ঐতিহ্য হুমগুটি গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগান্তর ব্যুরো প্রধান আতাউল করিম খোকন, আজকের বাংলাদেশ পত্রিকার সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ড. মো: সাহাবউদ্দিন,মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি শরিফুজ্জামান টিটু, স্বজন পত্রিকার সম্পাদক শাহজাহান কবীর, সাংবাদিক আদিলুজ্জামান,দৈনিক দিনকাল ময়মনসিংহ প্রতিনিধি আমান উল্লাহ জাহাঙ্গীর আকন্দ, খবর পপত্রের জেলা প্রতিনিধি আব্দুল মোত্তালেব,বৈশাখী টেলিভিশন ময়মনসিং প্রতিনিধি রাকিবুল হাসান রুবেল, নাগরিক টিভির জেলা প্রতিনিধি খোরশিদুল আলম মজিব প্রমুখ। নজরুল গবেষক ঐতিহ্যবাহি হুমগুটির গ্রন্থের লেখক রাশেদুল আনাম উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন চিরায়ত মৈমনসিংহে আড়াইশ বছরের ঐতিহ্যবাহি হুমগুটি খেলা নিয়ে এই প্রথম আমার প্রকাশনা যা আয়োজকদের মনে সাড়া দিবে বলে আশা প্রকাশ করেন।