Dailyreport Live
Dailyreport Live
Monday, 12 Jan 2026 18:00 pm
Dailyreport Live

Dailyreport Live

ম‌তিন রহমান,বকশীগঞ্জ,জামালপুর:

জামালপুরের বকশীগঞ্জে ডিবি পুলিশের (ডিবি-২) অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই প্রসাধনীসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বালুরচর নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-২ (দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও ইসলামপুর) এর একটি দল বালুরচর নতুন বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানে ৪ হাজার ৯৮০ পিস বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়। জব্দকৃত এসব প্রসাধনীর আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৭ হাজার ৪০০ টাকা।

অভিযান চলাকালে চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন পার্শ্ববর্তী শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার জলঙ্গা মাদবপুর গ্রামের নূর ইসলামের ছেলে সাইদ মিয়া (৩৫) এবং আলাল মিয়ার ছেলে সুজন মিয়া (২৮)।

জামালপুর ডিবি পুলিশের (ডিবি-২) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার জানান, উদ্ধারকৃত মালামাল আইন অনুযায়ী সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Your application license has expired!
Contact bdtask.com