
লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আল আমিন(৬৫) নামে জন্ম সুত্রে ভারতীয় এক নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার(১৩ জানুয়ারি) সকালে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামে একটি গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত আল আমিন ওই এলাকার আছর মামুদের জামাতা। তিনি ৩০/৩৫ বছর পুর্বে ভারত থেকে এসে গোবিন্দ নাম পরিবর্তন করে ধর্মান্তারীত হয়ে বাংলাদেশে বসবাস করছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত প্রায় ৩০/৩৫ বছর পুর্বে ভারতীয় সীমান্ত পেড়িয়ে বাংলাদেশের সীমান্তবর্তি লতাবর গ্রামে এসে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহন করে গোবিন্দ নাম থেকে আল আমিন নামে পরিচিত হন। পরে স্থানীয় আছর মামুদের মেয়েকে বিয়ে কর তার বাড়িতে বসবাস শুরু করেন। সেই থেকে তিনি বাংলাদেশে বসবাস করছেন এবং বাংলাদেশি নাগরিকত্বও রয়েছে তার। আশরাফুল ইসলাম নামে তার এক ছেলে রয়েছে যিনি ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করছেন।
পরিবারের দাবি, কিছু দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন আল আমিন। সোমবার রাতে বাড়ি থেকে বেড়িয়ে আর ফিরেন নি। মঙ্গলবার সকালে স্থানীয়রা তার বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সদস্য শাহিনুর ইসলাম বলেন, ধর্মান্তরীত আল আমিন ভারতে জন্ম গ্রহন করলেও তিনি বাংলাদেশি ভোটার। তার বাংলাদেশি জাতীয় পরিচয় পত্র রয়েছে। ধারনা করা হচ্ছে, মানসিক ভারসাম্য হারিয়ে আত্নহত্যা করেছেন আল আমিন।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু সিদ্দিক বলেন, মানসিক সমস্যায় আত্নহত্যা করতে পারেন আল আমিন। অপমৃত্যু মামলা দিয়ে লাশ মর্গে পাঠানো হচ্ছে।