
গত ৯ই জানুয়ারি রোজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দাগনভূঞা ফাউন্ডেশনের উদ্যোগে দাগনভুঞা বাসীর এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দেশের শিল্প বাণিজ্যের আইকন এবিসিসিআইয়ের সাবেক সভাপতি জনাব আব্দুল আউয়াল মিন্টু, উক্ত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী হিসেবে তাহসিনা তাবাসসুম অনুভাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি জনাব আব্দুলআউয়াল মিন্টু সহ অতিথিরা। অনুভা বিগত এইচএসসি পরীক্ষা গোল্ডেন জিপিএ ৫, এবং মেডিকেল ভর্তি পরীক্ষা মেধা তালিকা রাজশাহী মেডিকেলে ও আম ভার্সেস মেডিকেল কলেজে চান্স পেয়েছে , এ ছাড়াও ভর্তি পরীক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেধা তালিকা চান্স পেয়েছে। তাহসিনা তাবাসসুম অনুভা বিশিষ্ট সংগঠক ও ব্যাংকার মনজুরুল আলম টিপু ও তাহমিনা অালম লিপির একমাত্র কন্যা, সে বীর মুক্তিযোদ্ধা দাগনভুঞার কৃতি সন্তান মরহম আব্দুল আজিজ এর দৌহিত্রী, অনুভা তার বক্তব্যে সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তার জন্য দোয়া চেয়েছেন