- রিপোর্টারঃ desk report
- প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি , ২০২৬
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট-১ (হাতীবান্ধা ও পাটগ্রাম) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী আবু সামা ডা. মো. রেদওয়ানুল হক তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশনের আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর আগে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের গরমিলের কারণে তার প্রার্থিতা বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে ডা. রেদওয়ানুল হকের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবীরা। তারা প্রমাণ করেন যে, কিছু ভোটারকে ভয়-ভীতি দেখিয়ে তাদের স্বাক্ষরের বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছিল। শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নকে বৈধ বলে ঘোষণা করে। প্রার্থিতা ফিরে পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ডা. রেদওয়ানুল হক বলেন, "আমার এক শতাংশ ভোটারের মধ্যে কয়েকজনকে ভয় দেখিয়ে না-সূচক স্বাক্ষর নেওয়া হয়েছিল। আজ সত্যের জয় হয়েছে। আমি নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞ।"
তার আইনজীবী অ্যাডভোকেট হাসান জামিল চৌধুরী নিশ্চিত করেছেন যে, এই আদেশের ফলে লালমনিরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তার আর কোনো আইনি বাধা নেই।
এই আসনে বিএনপির প্রার্থী মো. হাসান রাজীব প্রধান, জামায়াতে ইসলামী থেকে মো. আনোয়ারুল ইসলাম রাজু, মো. মশিউর রহমান রাঙ্গা (জাতীয় পার্টি), হাবিব মো. ফারুক (বাংলাদেশ জাসদ), মো. আবু রাইয়ান আশয়ারী (এবি পার্টি), মোহাম্মদ ফজলুল করিম শাহারিয়া (ইসলামী আন্দোলন), আবু সামা মো. রেদওয়ানুল হক (স্বতন্ত্র)।

