- রিপোর্টারঃ desk report
- প্রকাশ: রবিবার, ২১ ডিসেম্বর , ২০২৫
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে বিএনপির মনোনয়ন ফরম নিয়েছেন বিএনপির দলীয় প্রার্থী আখতারুল আলম ফারুক।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ফুলবাড়িয়া উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসারের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকি তাজওয়ারের কাছ থেকে যথাযথ প্রক্রিয়ায় এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
এর আগে প্রার্থীসহ উপস্থিত নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধির নানা বিষয়াদি তুলে ধরে উপজেলা সহকারী কমিশনার ভূমি বলেন, এবারের নির্বাচনের আচরণবিধিতে অনেকটা পরিবর্তন আনা হয়েছে। তাই প্রার্থীসহ সংশ্লিষ্টদের আচরণবিধি সর্ম্পকে জানতে এবং মানতে হবে। অন্যথায় যে কোনো সময় আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।
এ সময় সদর আসনের জনগণের কাছে দোয়া এবং ভোট প্রার্থনা করে সাংবাদিকদের দলীয় প্রার্থী আখতারুল আলম ফারুক বলেন, ফুলবাড়িয়ার জনগণ আমার আস্থা এবং বিশ্বাসের স্থান। বিগত সময় থেকে তারা আমার পাশে ছিল, আশা করছি এবারও এই আসনের জনগণ তাদের রায় ধানের র্শীষের পক্ষে দেবে। আমি দলের মনোনীত প্রতিনিধি মাত্র।
দেশের বিদ্যমান পরিস্থিতিতে আসন্ন নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের ভয় বা শঙ্কা আছে কী-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফারুক বলেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। বিগত সময়ে জীবনবাজি রেখে আন্দোলন সংগ্রামে কাজ করেছি। কোনো অপশক্তি বা স্বাধীনতাবিরোধী চক্র আমাদের দমিয়ে রাখতে পারবে না। কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যারা জীববাজি রেখে আন্দোলন সংগ্রাম করে হটিয়েছে, তারা কোনো অপশক্তিকে ভয় পায় না।মনোনয়ন ফরম সংগ্রহকালে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন । কবীর উদ্দিন সরকার হারুন, ময়মনসিংহ।

