- রিপোর্টারঃ desk report
- প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর , ২০২৫
প্রতিবেদক: কবির উদ্দিন সরকার হারুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ৬ (ফুলবাড়িয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছে মা আখতার সুলতানা ও ছেলে তানভির আহামেদ রানা। সোমবার (২৯ ডিসেম্বর)সহকারী রিটানিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলামের কাছে
মনোনয়ন জমা দেয়ার শেষ দিন ফুলবাড়িয়া আসনে ৪ জন দলীয় ও ৪ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে বিএনপি মনোনীত আখতারুল আলম ফারুক, জামায়াতে ইসলামীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন, ইসলামী আন্দোলনের মো. নূরে আলম সিদ্দিকী, খেলাফত মজলিসের মো. রফিকুল ইসলাম।
স্বতন্ত্র প্রার্থীরা হলেন সাবেক কেন্দ্রীয় যুবদলের প্রচার সম্পাদক ও বিএনপি নেতা মো. আব্দুল করিম সরকার, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি আখতার সুলতানা, ময়মনসিংহ জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক মো. জসিম উদ্দিন ও তানভীর আহামেদ রানা।

