গণতন্ত্র ফেরাতে ধানের শীষে ভোট চাইলেন ছাত্রদল নেতা সাব্বির হোসেন

Dailyreporttm_20251210_220215_0000

জামালপুর প্রতিনিধি:

জামালপুর-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুনের ধানের শীষ প্রতীকের পক্ষে জোর নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জামালপুর সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির হোসেন।

সদর উপজেলার ইটাইল ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি এই গণসংযোগ করেন। এ সময় তিনি প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনার পাশাপাশি লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে স্থানীয় ভোটারদের উদ্দেশ্যে ছাত্রদল নেতা সাব্বির হোসেন বলেন, "দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে এই মুহূর্তে ঐক্যের কোনো বিকল্প নেই। দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে। একমাত্র ধানের শীষের বিজয়ই পারে দেশে শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে।"

তিনি অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুনকে বিজয়ী করতে ইটাইল ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। প্রচারণাকালে উপজেলা ছাত্রদল ও স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com