- রিপোর্টারঃ desk report
- প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি , ২০২৬
মতিন রহমান, বকশীগঞ্জ (জামালপুর)
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বগারচর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিদুল ইসলাম প্রিন্স।
বক্তারা তাঁদের বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করেন।
৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শফিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জহিদুল ইসলাম জাহিদ, বেলায়েত হোসেন বুলাল ও শফি আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন, সদস্যসচিব শহিদুল হক দুলাল এবং ছাত্রনেতা আদিল আব্দুল্লাহ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জাতির সমৃদ্ধি চেয়ে প্রার্থনা করা হয়।
দোয়া মাহফিলে বগারচর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ স্থানীয় অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

