- রিপোর্টারঃ desk report
- প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর , ২০২৫
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-১৫০, ফুলবাড়িয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুককে বিজয়ী করার লক্ষ্যে গণসংযোগ কর্মসূচি পালন করেছেন তাঁর সহধর্মিণী, শেরে বাংলা একে ফজলুল হকের নাতনী ও ফুলবাড়িয়া উপজেলা মহিলা দলের সভানেত্রী ফাহসিনা হক লীরা।
২৬ ডিসেম্বর (শুক্রবার) বিকালে ১২নং আছিম পাটুলি ইউনিয়নের বাশদী এলাকার বিভিন্ন বাড়ি, পাড়া ও মহল্লায় তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি স্থানীয় নারী ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির রাষ্ট্র সংস্কারমূলক পরিকল্পনা ও দলের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।
ফাহসিনা হক লীরা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। জনগণ ঐক্যবদ্ধ হলে বিজয় নিশ্চিত হবে।
গণসংযোগকালে উপজেলা মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশে এই গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কবীর উদ্দিন সরকার হারুন, ময়মনসিংহ।

