. গণতন্ত্রের মায়ের রোগমুক্তিতে ফুলবাড়িয়ায় বিশেষ মোনাজাত

Dailyreporttm_20251208_231000_0000

ধানের শীষের প্রার্থী ফারুক

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপার্সন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনায় ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশেষ দোয়া, মিলাদ মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ছনকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই দোয়া ও সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী জননেতা আখতারুল আলম ফারুক।

অনুষ্ঠানে আখতারুল আলম ফারুক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা। দেশের এই ক্রান্তিলগ্নে তার সুস্থতা আমাদের জন্য অত্যন্ত জরুরি।” এ সময় তিনি নেতাকর্মীদের দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং স্থানীয় সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।

দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com